রাজশাহীতে দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা – magurarkotha.com

রাজশাহীতে দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৬

বাংলাদেশ দলিল লেখক সমিতির সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী জেলা সমিতি আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সিনিঃসহ সভাপতি সামসুল রহমান মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সানাউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে এস হোসেন টমাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব মোঃ ফারুক হোসেন, মোঃ জসিম উদ্দিন দেওয়ান।
এসময় বক্তারা বলেন, দলিল লেখকদের সমস্যা সমাধানে ঐক্যের বিকল্প নাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাজ করতে হবে। এ ঐক্য দিয়েই আমাদের দাবি আদায় করতে হবে।

error: Content is protected !!