রাজশাহীতে নির্মাণাধীন ভবনের প্রাচীর চাপায় শ্রমিকের মৃত্যু, আহত ৬ – magurarkotha.com

রাজশাহীতে নির্মাণাধীন ভবনের প্রাচীর চাপায় শ্রমিকের মৃত্যু, আহত ৬

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১২, ২০২২

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড়ে নির্মিতব্য ভবনের পাইলিংয়ের সময় পাশের সীমানা প্রাচীর ধসে পড়েছে। এতে প্রাচীর চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। আহত  হয়েছেন আরও ৬ জন। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।ইন্তাজ আলী নামের এক ব্যক্তির বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। এসময় পাশের সীমানাপ্রাচীর উল্টে পড়ে যায় শ্রমিকদের গায়ের উপর। এতে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।  তাদের মধ্যে ৬ জনক উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রুহুল কুদ্দুস বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
error: Content is protected !!