প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২২, ৪:৫০ অপরাহ্ণ
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু
রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১১ টার দিকে তারা গোসল করতে নামে।নিহতরা হলেন, বড়কুঠি এলাকায় সারিক আলী ছেলে নিরব (১৫) ও সায়েদ আলীর ছেলে শাহিন (১৬)। এদের মধ্যে নিরব লোকনাথ স্কুলের এবং শাহিন শিক্ষাবোর্ড মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। তারা দুই বন্ধু।বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বড় কুঠির কাছে পদ্মা নদীতে নিরব, শাহিন ও সাজেদ এই তিন বন্ধুসহ ৮/১০ জন গোসল করছিল। এদের মধ্যে হটাৎ সাজেদ পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে যায় নিরব ও শাহিন। এ সময় সাজেদকে উদ্ধার করে তারা দুইজন পানিতে ডুবে যায়। সাজেদ পরে উঠে আসে।ওসি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে নিরব ও শাহিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা তিনজনের কেউ সাতাঁর জানেনা বলে ওসি জানান।
বি:দ্র: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । Copyright © 2022 magurarkotha.com All rights reserved