আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহীন-এর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগটি বাকিরা মোড় থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর প্যারামেডিকেলের পাশ দিয়ে লক্ষ্মীপুর কাঁচাবাজার হয়ে লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে বিএনপির রাজশাহী-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু-কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। একই সঙ্গে রাজশাহীর উন্নয়নে তাকে সুযোগ দেওয়ার কথা বলেন।
গণসংযোগ কর্মসূচিতে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।