প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৬:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২২, ৯:৩৩ পি.এম
রাজশাহীর বাজারে কমেছে সয়াবিন তেলের দাম
রাজশাহীর বাজারে সয়াবিন তেলের দাম ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬৫ টাকা লিটারে এবং কেজিতে বিক্রি হচ্ছে ১৬০ টাকা। আজ বুধবার রাজশাহীর সাহেব বাজারে আলাবিভিন্ন মুদির দোকান ঘুরে দেখা যায় এমন চিত্র।ব্যবসায়ীরা বলছে, তেলের দাম কমেছে এবং এখন ক্রেতাদের চাহিদা অনুযায়ী তা দেওয়া হবে। আমাদের কাছে আপাতত ৫ লিটারের তেলের বোতলটা নাই ২ লিটার আর ১ লিটার করে বিক্রি করে ক্রেতাদের চাহিদা পূরণ করছি। এদিকে, খোলা ও বোতলজাত সয়াবিন তেলের কমলেও স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজি, ডাল, চালের ও মুদিপন্যের দাম।
বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে, শিম বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে, কাচা মরিচ ৮০ টাকা, করলা ১২০ টাকা,গাজর ৩০ টাকা,আলু ২০ টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে।
সবজি ব্যবসায়ীরা বলছেন, সবজি উৎপাদন বাড়লেই কমে যাবে সব ধরনের সবজির দাম। তাছাড়া ১০ রোজা পর্যন্ত দাম এরকমই খাকবে পরে কমে যাবে।বাজার করতে আসা ক্রেতা মাসুমা বলেন, আমরা ছাত্রী মেসে থেকে পড়াশোনা করি বাড়ি থেকে যে পরিমান টাকা পাঠায় তাতে বর্তমান বাজারে আমাদের খাওয়ার সমস্যায় পড়তে হচ্ছে।
এছাড়া বাজারে চাল, ডিম,মুরগি এবং অন্যান্য পন্যের দাম স্থিতিশীল রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আশিষ কুমার সাহা । বি:দ্র: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । Copyright © 2022 magurarkotha.com All rights reserved