শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের খাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সেখানে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উসকানিমূলক বৈঠকের আয়োজন করা হয়েছিল।
মোহনপুর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হয় যে, সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্তত ২৫-৩০ জন কর্মী সমবেত হয়েছিল।
এঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ আসামিদের সনাক্ত করে থানায় মামলা দায়ের করা হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনায় সাথে সরাসরি জড়িত মামলার আসামী মৌগাছি কলেজের অধ্যক্ষ বেলাল উদ্দিন (৪৮)কে আটক করেন। তিনি খাড়াইল গ্রামের মৃত আব্বাদুর রহমানের ছেলে এবং জেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও স্থানীয় সংগঠক বলে পুলিশ জানিয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটায় সরাসরি অংশগ্রহণ এবং নির্বাচনকে ঘিরে উসকানিমূলক বৈঠকের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনার মামলার আসামী বেলালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
এর আগে গত বছর একইদিনে খাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অধ্যক্ষ বেলালের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা ও বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বলেও জানা যায়।