প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২২, ১২:০১ এ.এম
রাজশাহীর মোহনপুরে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজশাহীর মোহনপুরে পরকিয়ায় গৃহবধূকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১২ টা ১৫ মিনিটে গৃহবধুর বাবার বাড়ি উপজেলার সিন্দুরী গ্রাম থেকে পরকিয়া অবস্থায় এলাকাবাসিরা আটক করে থানা পুলিশের হাতে দেন। পরে থানায় এসে গৃহবধূর বাবা সাঈদ থানায় বাদী হয়ে প্রেমের প্রলোভনে ধর্ষণের মামলা দায়ের করেন।গ্রেপ্তারকৃত যুবক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ধনজইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আকাশ হোসেন (২৪)।এলাকাবাসি সূত্রে জানা যায়, গৃহবধু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুবকের সাথে পরিচয় হলে, স্বামী ঢাকার গাজিপুরে থাকার সুযোগকে কাজে লাগিয়ে ও অসুস্থতার অজুহাত দেখিয়ে বাবার বাড়িতে অবস্থান করে প্রতারক আকাশের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি কয়েকদিন তারা বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে অবস্থান করেন, এরপর কৌশলে গৃহবধু বাবার বাড়িতে শারিরিক মেলামেশা করায় এলাবাসি আটক করে পুলিশকে খবর দিলে উভয়কে থানায় নিয়ে যায়।জানতে চাইলে গৃহবধুর স্বামী মোয়াজ্জেম মুঠোফোনে বলেন, আমি দীর্ঘদিন থেকে ঢাকায় কাজ করি, মনিরা ও (ছদ্মনাম) আমার কাছে ছিলো,পরে অসুস্থতার কথা বল্লে তাকে বাড়িতে রেখে আসি, এরপর গত মাসে আমি বাড়ি থেকে গাজিপুরে গার্মেন্টসে এসে কাজ করতে থাকি। গত বৃহস্পতিবার সকালে ফোনে কথা বলার পর আর আমার স্ত্রীর সাথে যোগাযোগ করতে পারিনা। হটাৎ সোমবারে (১৪ ফেব্রুয়ারি) শুনছি স্ত্রী অন্য যুবকের সাথে প্রেম করায় আটক হয়ছে। আমি তাদের বিচার দাবি জানাচ্ছি।এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গৃহবধুর বাবার অভিযোগে আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণ অভিযোগ থাকায় গৃহবধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আশিষ কুমার সাহা । বি:দ্র: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । Copyright © 2022 magurarkotha.com All rights reserved