
বগুড়ায় রাজশাহী বিভাগীয় অনুমদিত ভিলেজ ইলেট্রিসিয়ান কল্যান পরিষদের কৃর্তক আর্থিক অনুদানের নগদ টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারী ) দুপুর ২ টায়
সময় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর সোনার পাড়ায় রাজশাহী বিভাগীয় অনুমদিত ভিলেজ ইলেট্রিসিয়ান কল্যান পরিষদের কৃর্তক
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ১ দুপচাঁচিয়া জোনাল অফিসের অনুমদিত ভিলেজ ইলেকট্রিসিয়ান মৃত্যু আবু হেলালের পরিবারের মাঝে
আর্থিক অনুদানের টাকা তুলে দেন
রাজশাহী বিভাগের অনুমদিত ভিলেজ ইলেট্রিসিয়ান কল্যন পরিষদের সাধারণ সম্পাদক জনাব আশিকুর রহমান (আশিক)
সাধারণ সম্পাদক তিন বলেন আমি যতদিন বেঁচে থাকবেন, আপনাদের চেতনায় উজ্জ্বীবিত হয়ে আমরা দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবো।”
তিনি আরও বক্তব্যে বলে যাব শুধু মাত্র (৫০০ পাঁচশত) টাকার মাধ্যমে সদস্য পদ অর্জন করেছেন তারাই শুধু রাজশাহী বিভাগীয় অনুমদিত ভিলেজ ইলেট্রিসিয়ান কল্যান পরিষদের কৃর্তক আর্থিক অনুদানের নগদ ১ লক্ষ টাকা মৃত্যুর দাবী র টাকা পাবেন। রাজশাহী বিভাগীয় অনুমদিত ভিলেজ ইলেট্রিসিয়ান কল্যান পরিষদের দপ্তর সম্পাদক জনাব মোঃ ইনসাফ আলী বলেন”আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা আপনাদের কাছে ঋণী। আমরা চেষ্টা করছি, আপনাদের যে দেশের জন্য জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই জন্য আপনাদেরকে নতুন করে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা যে অনুষ্ঠান করছি, সেটা আপনাদের প্রতি শুধুমাত্র কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ।
“রাজশাহী বিভাগীয় অনুমদিত ভিলেজ ইলেট্রিসিয়ান কল্যান পরিষদের কৃর্তক আর্থিক অনুদানের নগদ প্রদানের সময় কোষাধক্ষ্য আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ তিনি আরও বলেন, “আপনাদের সাথে বসে কথা বলার সুযোগ হলো এটি আমার সৌভাগ্য। আমরা চাই, আপনরা আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকেন।”রাজশাহী বিভাগীয় অনুমদিত ভিলেজ ইলেট্রিসিয়ান কল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন আমরা এই পরিবারের সাথে যতজন বেঁচে থাকব সুন্দর এবং সুষ্ঠুভাবে থাকবো এই কামনা করি। প্রচার সম্পাদক মোঃ আব্দুল রহমান খাঁন ( মোস্তফা ) বলেন এমৃত্যর দাবীর টাকা রাজশাহী, নাটোর-১ নাটোর-২ সিরাজগঞ্জ -১সিরাজগঞ্জ-২ পাবনা -১ পবনা-২ নওগাঁ -১ নওগাঁ-২ জয়পুরহাট, বগুড়া-১ পল্লী বিদ্যুৎ সমিতির অনুমদিত ভিলেজ ইলেকট্রিসিয়ানগন উপস্থিত ছিলেন।
এ সময় রাজশাহী বিভাগীয় অনুমদিত ভিলেজ ইলেট্রিসিয়ান কল্যান পরিষদের
প্রধান উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আব্দুল কাদের বগুড়া পবিস ১ মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী পবিস মোঃ মসিউর রহমান, আজাদ আলী, হাতেম আলী, গোলাম মোস্তফা, মাসুদ আলী, লিটন আলী,পবা, লিটন আলী তানোর, ফারুক হোসেন, সান্ত ইসলাম
প্রমুখ ।
