রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা – magurarkotha.com

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩, ২০২৬

অদ্য ৩ জানুয়ারি ২০২৫ শনিবার রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান (জিয়া) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা পেয়েছেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা ঘোষণার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের ধানের শীষের প্রার্থী, তারেক রহমানের আস্থাভাজন বাগমারা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান (জিয়া)।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আকরাম আলী, গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, বাগমারা উপজেলা তরুণ দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আঃ লতিফ (রানা),বাগমারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মামুনুর রশিদ (মামুন)সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি পদপ্রার্থী ডিএম জিয়াউর রহমান বলেন,
“আমি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। জনগণ আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দল আমাকে ধানের শীষ প্রতীকে এমপি পদে মনোনয়ন দিয়েছে। আজ জেলা প্রশাসক মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়ন পত্র বৈধতা দিয়েছে।
বাগমারার বিএনপি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন,
“ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি সর্বদা জনগণের পাশে থাকবো। নির্বাচিত হলে রাজশাহী-৪ (বাগমারা) আসনকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। এখানে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। সকল ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করবে।”
তিনি শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান ও কর্মসংস্থানের নিশ্চয়তার কথা উল্লেখ করে বলেন,
“বিভিন্ন কারিগরি ও আইটি ফার্ম প্রতিষ্ঠা করা হবে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে। শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নতি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব শেষে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান। পাশাপাশি জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করেন এবং ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বানের মধ্য দিয়ে তার বক্তব্য শেষ করেন।

error: Content is protected !!