
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
এতে রাজশাহী-৬ আসনে প্রতিদ্বন্দ্বি চারজন জন প্রার্থী তাদের নিজ নিজ ইশতেহার পাঠ করেন। এরমধ্যে- বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পক্ষে ইশতেহার পাঠ করেন জাকিরুল ইসলাম বিকুল। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল সালাম সুরুজ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাদের ইশতেহার পাঠ করেন।
ইশতেহার পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেদ, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক।
নিজস্ব প্রতিনিধি 















