ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা–চারঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক বলেছেন, “বাঘা-চারঘাটবাসীর চাওয়া একটি চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত সমাজব্যবস্থা। আমরা সেই অঙ্গীকারই করছি।”
নির্বাচনী প্রচারের সপ্তম দিন বৃহস্পতিবার গড়গড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন গড়গড়ি ইউনিয়ন জামায়াতের আমির ও বিশিষ্ট আলেমে দ্বীন মো. ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘা উপজেলা বাইতুল মাল সম্পাদক ও শিক্ষাবিদ মো. সেকেন্দার আলী। এছাড়া বক্তব্য রাখেন খায়েরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুর রহমান এবং গড়গড়ি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহিদুল ইসলাম। এ সময় স্থানীয় জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
নাজমুল হক বলেন, “নির্বাচনের আগেও আমরা মানুষের পাশে ছিলাম, এখনো আছি। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জনগণের সেবায় আমরা পাশে থাকব, ইনশা আল্লাহ।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী কাউকে আক্রমণ করে রাজনীতি করতে চায় না। বরং জনগণের সমস্যা চিহ্নিত করে সৃজনশীল সমাধানের মাধ্যমে কাজ করতে চায়। বিজয়ী হলে আমি সেই লক্ষ্য নিয়েই কাজ করব।”
সমাবেশ শেষে তিনি গড়গড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পরে স্থানীয় বাজার এলাকায় গিয়ে তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন।
এদিন তিনি গড়গড়ি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের খানপুর, শিমুলতলা ও সরেরহাট এলাকায় জামায়াতে ইসলামীর তিনটি কার্যালয়ের উদ্বোধন করেন।