বাঘা-চারঘাট রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনেও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক। প্রতীক বরাদ্দ পাওয়ার পর গতকাল থেকে শুরু হওয়া প্রচারণার ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও পথসভা করেন তিনি।
প্রচারণার দ্বিতীয় দিনে অধ্যক্ষ নাজমুল হক বাঘা উপজেলার বিভিন্ন এলাকায় নিবিড় গণসংযোগ চালান। আজ দুপুরে তিনি আটঘরিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় এবং ভোট ও দোয়া প্রার্থনা করেন।
এর আগে ও পরে তিনি রাউথা, পারসত্তা গুচ্ছগ্রাম, মুছার ঈদগাঁ, বান্ধা বটতলা থেকে বিনোদপুর বাজার এবং হাবাসপুর হিন্দু পাড়া মোড় পর্যন্ত বিশাল কর্মী-সমর্থক নিয়ে নির্বাচনী প্রচারণা চালান। বিকেলে ছাতারী স্কুল মাঠে (পৌর ১ নম্বর ওয়ার্ড) আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও প্রান্তিক ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। এলাকার নিত্যদিনের সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ব্যবসায়িক মন্দার কথা শুনে তিনি নির্বাচিত হলে বাস্তবভিত্তিক সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন,
জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। প্রচারণার প্রথম দুই দিনেই যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, তাতে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় সুনিশ্চিত।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল জব্বার, বাঘা ইসলামী একাডেমির সহকারী শিক্ষক মাওলানা মো. জিন্নাত আলী, মো. দেলোয়ার হোসেন, মো. সাবদার হোসেন এবং মো. লোয়াজ্জত হোসেনসহ স্থানীয় জামায়াত-শিবিরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দিনের শেষ ভাগে মনিগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড, রূপপুর মোড় এবং তুলশীপুর খেড়ুর মোড়ে ধারাবাহিক পথসভার মাধ্যমে তিনি আজকের কর্মসূচি সমাপ্ত করেন। প্রচারণার দ্বিতীয় দিনে চারঘাট ও বাঘা এলাকায় জামায়াত কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।