শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মাগুরা সহ সারা বাংলাদেশ – magurarkotha.com

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মাগুরা সহ সারা বাংলাদেশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২১, ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মাগুরা সহ সারা বাংলাদেশ

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে সারা বাংলাদেশে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাব মাগুরাসহ বিভিন্ন জেলায় প্রবলভাবে অনুভূত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পের তীব্রতায় মাগুরা সহ সারা দেশে একাধিক উঁচু ভবনে ফাটল দেখা গেছে। মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন এলাকায় জরুরি পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছেন।

এদিকে, মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল এলাকার একটি গার্মেন্টস কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এতে বেশকিছু শ্রমিক আহত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

আহতদের চিৎকারে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা দ্রুত আহত শ্রমিকদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

error: Content is protected !!