বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি (ডিডাফ) নিবন্ধন নং-১৪৩২৯/২০২৫ সিলেট বিভাগের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় শ্রীমঙ্গলের গুহ রোডস্থ হিলসাইড গেস্ট হাউস প্রাঙ্গণে ডিডাফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অশোক কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিডাফ সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়কারী রিপন কান্তি ধর রুপক।
বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল মিয়া, মৌলভীবাজার জেলা সমন্বয়কারী মোঃ বশির আহমদ হাজারী।
এসময় শ্রীমঙ্গল ডিডাফ কমিটির সমন্বয়কারী ডাক্তার রাধাকান্ত দাশ, সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক সুখেন্দ্র কুমার দাস প্রমুখ সহ ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, আগামিতে ডিডাফ সেবামূলক কাজে সকল পর্যায়ে অংশগ্রহণ করবে এবং অসহায় মানুষের পাশে থেকে ডিডাফ সিলেট বিভাগের কার্যকরি কমিটি বিশেষ ভূমিকা রাখবে।
সভার শুরুতে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান মাসুদ পারভেজ ও ডিডাফ কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া ও প্রার্থনা করা হয়। পরে চা-নাস্তার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।