বাংলাদেশ আমজনগণ পার্টর রাজশাহীর মোহনপুর উপজেলা অফিস এর শুভ উদ্বোধন – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

বাংলাদেশ আমজনগণ পার্টর রাজশাহীর মোহনপুর উপজেলা অফিস এর শুভ উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৮, ২০২৫

 


আজ ১৭.০৬.২৫ রোজ মঙ্গলবার , বাংলাদেশ আমজনগণ পার্টি এর রাজশাহী জেলার মোহনপুর উপজেলা অফিস এর শুভ উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ পারভেজ, বিভাগীয় সংগঠক ও কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ আমজনগণ পার্টি।

সভাপতিত্ব করেন ,রাজশাহী জেলার মোঃ ইউসুব আলী
আহ্বায়ক বাংলাদেশ আমজনগণ পার্টি।

কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থাপনা ও পরিচালনা করেন ,রাজশাহী জেলার মোহনপুর থানার আহবায়ক মোঃ ইউসুব আলী ,এছাড়াও উপস্থিত ছিলেন , রাজশাহী মোহনপুর উপজেলার সদস্য সচিব,মোসাঃ ফজলু শেখ রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব মোঃ আলাউদ্দিন মন্ডল,জেলা কমিটির সদস্য মোঃ মোতাহার হোসেন , মোহনপুর উপজেলার আহ্বায়ক , মোঃ কালাম, মতিন মোছাঃ রুপালী বেগম  সিরাজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দুরা উপস্থিত ছিলেন ।

error: Content is protected !!