মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে “সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় মহম্মদপুর ফুটবল মিনি স্টেডিয়াম মাঠে নারী ও শিশু অধিকার ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যানএ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপি"র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।তিনি বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।তিনি বিএনপির নারীর ক্ষমতায়ের উপর বিস্তারিত আলোচনা করেন। তিনি আরো বলেন নারীকে ক্ষমতার বাহিরে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব না। নারী জাগরণে সকল নারীদের এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপি'র সদস্য মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মোহাঃ মতিউর রহমান,জেলা বিএনপি'র সদস্য মহম্মদপুর উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা, বিএনপি নেতা ড. রইচ উদ্দীন, সাবেক যুবদলের নেতা ও প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আরিফুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক মো: তরিকুল ইসলাম তারামিয়া, জেলা নারী ফোরামের নেতৃবৃন্দ সহ বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন মহম্মদপুর উপজেলার নারী নেতৃবৃন্দ।