মহম্মদপুরে আলোচিত মার্ডার মামলার এক আসামি গ্রেফতার – magurarkotha.com

মহম্মদপুরে আলোচিত মার্ডার মামলার এক আসামি গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২২

মাগুরা মহম্মদপুরের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী হাসিবুল খানকে (২৮) গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬ সিপিসি-৩।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আতর লস্কর (৫৫) নামের এক ব্যক্তি সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে মারা গেছেন। এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া বাজারে প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।নিহত আতর লস্কর একই ইউনিয়নের উরুড়া গ্রামের মৃত যদন লস্করের ছেলে। এই হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। উক্ত দায়ের করা হত্যা মামলার ২৯ নম্বর আসামী হাসিবুল খানকে মহম্মদপুর উপজেলার বনগ্রাম (ডাংগাপাড়া) এলাকা থেকে র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে গ্রেফতার করেন।

গ্রেফতার কৃত হাসিবুল খান মহম্মদপুর উপজেলার উড়ুরা গ্রামের ছলেমান খানের ছেলে।

সূত্র মাগুরা সংবাদ

error: Content is protected !!