
আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় সুজন (সুশাসনের জন্য নাগরিবক) সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সহিংসতার প্রতিবাদে মানববন্ধন গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং একই দিনে বেলা ১২টায় শহরের মেহেদীবাগ আরা এনজিও অফিসে সুজনের সাতক্ষীরা জেলা কমিটির আলোচনা সভা সংগঠনের সহ-সভাপতি মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াত করেন মোঃ আজারুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এ,বি,এম, সেলিম। বক্তব্য রাখেন এ্যাডঃ শেখ সিরাজুল ইসলাম, মোঃ আবুল কালাম, প্রভাষক ইদ্রিস আলী, অধ্যক্ষ আবু নছর, শাকিবুর রহমান, মেহেদী হাসান, এ্যাডঃ সরদার সাইফ, মোঃ রোকনুজ্জামান, নাজমুল আরেফিন, তৈমুর হাসান, এ্যাডঃ সেলিনা আক্তার, লিলি জেসমিন, আবু ছালেক, হাসিনা খাতুন, সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, সাংবাদিক আবু সাঈদ, আকাশ হোসেন, আব্দুল গফুর, মোঃ নাহিদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, দেশে নারী, শিশু নির্যাতন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং সম্প্রতি সাতক্ষীরাতেও ৩টি উপজেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে। সম্প্রতি লঞ্চে ও বাসে নারীকে গণধর্ষণ করা হচ্ছে এবং সম্প্রতি ঘটে যাওয়া সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ৩য় শ্রেণির ছাত্র খুন হয়েছে। ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। আগামী ১৭ অক্টোবর বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা কমিটির পুনঃর্গঠন, ২৪ অক্টোবর কলারোয়া উপজেলা কমিটি পুনঃর্গঠন, ৩১ অক্টোবর শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা কমিটি পুনঃর্গঠনের সিদ্ধান্ত হয়। আগামী ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠা বর্ষিকী পালনের সিদ্ধান্ত হয়।
Reporter Name 

















