ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) এর চাঁদপুর জেলা কমিটির আয়োজনে তথ্য ভিত্তিক আলোচনা ও সভা অনুষ্ঠিত – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) এর চাঁদপুর জেলা কমিটির আয়োজনে তথ্য ভিত্তিক আলোচনা ও সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২২, ২০২৫

অদ্য  ২২ শে এপ্রিল  রোজ  মঙ্গলবার  চাঁদপুর জেলায় কমিটির সভায় মোঃ সাইলফুল ইসলাম(দপ্তর সম্পাদক) জেলা কমিটি) উপস্থাপনায় শুরু হওয়া সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোঃ জগগুল
হায়দার সহ-সভাপতি উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন

মোঃ আকতার হোসেন-মিয়াজী সেন্ট্রাল কেন্দ্রীয় কমিটির ও সহ-সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় সমন্বয়কারী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেনঃ
————————————-
মোঃ মনির হোসেন ভুঁইয়া – প্রচার সম্পাদক চাঁদপুর জেলায় কমিটি
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেনঃ
মোঃ মনজুর আহমেদ সভাপতি চাঁদপুর জেলা কমিটি (ডিফাফ)
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেনঃ
মোঃ জোহর আলী সহ-সাংগঠনিক সম্পাদক
মোঃ সোহরাব হোসাইন আইটি সম্পাদক চাঁদপুর জেলা কমিটি
শুভেচ্ছা বক্তব্য রাখেনঃ-

মোঃ ইয়াছিন মিয়া,মোঃসুমন উদ্দিন,আলী এরশাদ,মোঃ জাকির হোসাইন।
কার্য নির্বাহি সদস্য চাঁদপুর জেলায় (ডিডাফ)

সভায় বক্তারা কোম্পানির সমসাময়িক বিষয় ও চাঁদপুর জেলা থানা কমিটি বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন,পরিশেষে এম.ডি ও চেয়ারম্যান স্যারদের শারিরীক সুস্থতা ও দোয়া  করে।  সভাপতি আর কোন আলোচনা না থাকায় সভা সমাপ্তি ঘোষনা করেন।।

error: Content is protected !!