রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ফরিদপুরের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান, ক্ষয়ক্ষতি কোটি টাকা মাগুরায় ২০ শিক্ষার্থী, ১৪ শিক্ষক—তবুও সবাই ফেল! আরডিএর উদাসীনতায় ভবন নির্মানের অনিয়ম এখন নিয়মে পরিনত লালমনিরহাটের হোটেল ব্যবসায়ীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ অভিযুক্ত দুই ব্যবসায়ী পিতা পুত্র দীপাবলির আলোর আশায় মোগল হাটের কুমারপাড়ায় ৩৫ ঘর পরিবার ব্যাস্ত মাটির প্রদীপ তৈরিতে লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষকের মৃত্যু নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ করার শুরুর দাবিতে মশাল মিছিল তিস্তা পাড়ে রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ, ফলাফলে অপেক্ষায় দেশ ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে জনতার বিক্ষোভ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য আটক বাঘায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা মাগুরায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ মাগুরা দুই উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি)র যোগদান। মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন ও র‍্যালি, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী জসিমের কাঁচামালের দোকানে ইউএনও দবির উদ্দিন পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না : সাবেক চেয়ারম্যান হযরত পবায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে ব্যবসায়ী উজ্জ্বল মহম্মদপুরে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন মোহাম্মদপুরে বাবুখালী নদীতে অবাধে চলছে ইলিশ শিকার
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

রাজশাহী কলেজ ক্যাম্পাসের পদার্থ বিজ্ঞান ভবন: জ্ঞানের মহাবিশ্বে এক দীপ্তিমান নক্ষত্র

নিজস্ব প্রতিবেদক / ৩৩১ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ

রাজশাহী কলেজ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রাচীন বিদ্যাপীঠের প্রতিটি ভবন যেন জ্ঞানের একেকটি স্তম্ভ, আর এরই মধ্যে সবচেয়ে গৌরবময় ভবনগুলোর একটি হলো পদার্থ বিজ্ঞান ভবন। এটি শুধুই একটি ভবন নয় এটি একেকটি কণার মাঝে মহাবিশ্বের রহস্য উন্মোচনের একটি প্রাণন্তর যাত্রা, যেখানে তরুণ গবেষক আর শিক্ষার্থীরা দিনের পর দিন নিজেকে আবিষ্কার করে যাচ্ছেন আলোর সূত্র ধরে।

স্থাপত্য ও পরিবেশ:

পদার্থ বিজ্ঞান ভবনটি অবস্থিত রাজশাহী কলেজ ক্যাম্পাসের প্রাণকেন্দ্রে। এর নকশা যেমন সময়োপযোগী, তেমনি পরিবেশবান্ধব। আধুনিক ল্যাব, প্রশস্ত ক্লাসরুম ও গবেষণা কক্ষসহ এখানে রয়েছে এমন একটি পরিমণ্ডল, যেখানে বিজ্ঞান আর বাস্তবতা মুখোমুখি দাঁড়িয়ে কথোপকথন করে। ভবনের চারপাশে ছায়া দেওয়া গাছ, বেনামি পাখির কূজন, আর সকালের সূর্যরশ্মি যেন এ ভবনকে করে তোলে এক স্বপ্নময় গবেষণার ঘাঁটি।

শিক্ষা ও গবেষণার মেলবন্ধন:

এখানে শুধুই পাঠদান হয় না, হয় অনুসন্ধান। পদার্থ বিজ্ঞানের মূল রূপকে ধরার জন্য আছে আধুনিক ল্যাবরেটরি যেখানে আলোর প্রতিসরণ থেকে শুরু করে কোয়ান্টাম মেকানিক্স পর্যন্ত বাস্তবিক প্রমাণ হাতে আসে। শিক্ষার্থীরা শুধু বই পড়ে না, তারা ছুঁয়ে দেখে, অনুভব করে, ব্যাখ্যা করে জগতের নিয়ম।

গবেষণা অভিমুখে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এখানে প্রতিনিয়ত সেমিনার, ওয়ার্কশপ ও প্র্যাকটিক্যাল ভিত্তিক শিক্ষাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফলাফলস্বরূপ, রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে প্রতি বছর বেরিয়ে আসে অসংখ্য মেধাবী তরুণ, যারা দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।

শিক্ষক ও অনুপ্রেরণা:

পদার্থ বিজ্ঞান ভবনের সবচেয়ে বড় সম্পদ হলো এর শিক্ষকগণ। তারা শুধুমাত্র শিক্ষক নন, তারা হলেন আলোর বাহক। তাঁদের পাঠদানের গুণ, শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও বিজ্ঞান নিয়ে তাদের নিঃস্বার্থ উৎসর্গ প্রতিটি শিক্ষার্থীকে করে তোলে ভবিষ্যতের বিজ্ঞানী।

একজন শিক্ষক যখন বোর্ডে চকে লেখা শুরু করেন, তখন মনে হয় সময় থেমে গেছে শুধু ভাসছে সূত্র, তত্ত্ব আর বাস্তবতার নির্যাস। এখানকার অনেক শিক্ষকই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণায় যুক্ত, যারা ছাত্রদের নিয়ে গর্ব করেন ঠিক যেমন একজন কারিগর গর্ব করেন তার সৃষ্ট শিল্পকর্ম নিয়ে।

ভবিষ্যতের দিকে তাকিয়ে পদার্থ বিজ্ঞান ভবনটি রাজশাহী কলেজের এমন একটি অধ্যায়, যা সময়কে অতিক্রম করে অনন্তের দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতের বিজ্ঞানীদের তৈরির এই কারখানা, প্রতিদিন জন্ম দেয় নতুন চিন্তা, নতুন কণিকা, আর নতুন সম্ভাবনার। যারা একবার এই ভবনে পা রেখেছে, তারা জানে এটি শুধু ভবন নয়, এটি হলো একেকটি স্বপ্নের মঞ্চ।

রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান ভবন হচ্ছে এমন এক স্থান, যেখানে মহাবিশ্বের গোপন রহস্যেরা ধীরে ধীরে উন্মোচিত হয় কণার গতিতে, তরঙ্গের রূপে, অথবা মহাশূন্যের নিঃসাড় শব্দে। এখানে প্রতিটি দেয়াল যেন বলে “জিজ্ঞাসা করো, অন্বেষণ করো, কারণ প্রকৃতি তার গোপন কথা শুধুই কৌতূহলী মনে বলে।”

এই ভবন শুধু ভবিষ্যতের বিজ্ঞানী গড়ার কারখানা নয় এটি হলো জ্ঞানের সেই আঙিনা, যেখানে বসে থাকেন আইনস্টাইন, হকিং কিংবা সত্যেন্দ্রনাথ বসুর ছায়ারা। যেখান থেকে একদিন পৃথিবী বদলানো তরুণেরা বেরিয়ে আসবে।

“পদার্থ বিজ্ঞানের ভবন নয়, যেন এক স্বপ্নের জাহাজ যা শিক্ষার্থীদের নিয়ে পাড়ি দেয় মহাবিশ্বের অসীমতায়…”


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর