মাগুরায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ:
১৫ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলার ৫০ জন দুস্থ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন যে, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ সম্পদ। আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের সহায়তা করে তাদের শিক্ষা অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। তিনি এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।