মাগুরা ১ আসনে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের আগমন উপলক্ষে বিশাল শোডাউন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মনোয়ার হোসেন খানের ঢাকা থেকে মাগুরায় আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বুধবার দুপুরে ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন বিএনপি নেতা ও মাগুরা-১ আসনের মনোনীত প্রার্থী জনাব মনোয়ার হোসেন খান। তার আগমন উপলক্ষে মাগুরা শহরসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা শোডাউনের আয়োজন করে।
শহরের প্রবেশমুখে হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও মিছিল নিয়ে তাকে বরণ করে নেন।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, মনোয়ার হোসেন খানের আগমন মাগুরা জেলায় দলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা জানান, তার নেতৃত্বে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।