
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কলেজের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের শারীরিক শিক্ষার শিক্ষক এম কে আজম এর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট আলহাজ্ব আব্দুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন।
এছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ ফখরুদ্দিন বিশ্বাস, মোঃ আয়ুব হোসেন, মাগুরা জেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমির সহকারী অধ্যাপক এম বি বাকের, মোছাঃ শিউলি ইয়াসমিন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মামুন মিয়া, নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি খাঁন রবিউল ইসলাম রবি, কলেজের প্রাক্তন ছাত্র ও নাকোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল খাঁন এবং রিমন মিয়া প্রমুখ।
বক্তারা কলেজের ৩০ বছর পূর্তি উপলক্ষে আসন্ন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানটি যেন সুন্দর, আনন্দমুখর ও স্মরণীয় হয় সে বিষয়ে নানা দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ খাঁন ফজলুর রহমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
