মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজারে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজারে ১১ নভেম্বর রোজ মঙ্গলবার, নিরাপদ খাদ্য অধিদপ্তরের নিয়মিত পরিদর্শন অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মাগুরা জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারী।
এ সময় বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ ল্যাবে কয়েকটি খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে মান যাচাই করা হয়।
অফিসার সুমন অধিকারী বলেন, “ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।”