মাগুরায় জামায়াতে ইসলামী’র পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল – magurarkotha.com

মাগুরায় জামায়াতে ইসলামী’র পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৫

মাগুরায় জামায়াতে ইসলামী’র পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল,

জুলাই–আগস্টসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামি।
আজ শুক্রবার দুপুরে শহরের নোমানী ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে ভায়না মোড় পর্যন্ত অগ্রসর হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামির পক্ষ থেকে মাগুরা–১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল মতিন, মাগুরা–২ আসনের প্রার্থী অধ্যাপক এমবি বাকেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অতি দ্রুত পিআর পদ্ধতি বাস্তবায়নসহ জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় সংকট সমাধানে এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন জরুরি।

error: Content is protected !!