রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে রাজশাহী গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আরএমপির উপ পুলিশ কমিশনার মো. খোরসেদ আলম, পিপিএম, এবং উপ নির্বাহী প্রকৌশলী, সওজ মো. আব্দুল মান্নান আকন্দকে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপির মাধ্যমে গোল চত্বর ও লিলি হল মোড় এলাকায় স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ নিয়োগ এবং স্পিড ব্রেকার স্থাপন করার দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী গণঅধিকার পরিষদ সাবেক সদস্য সচিব মো. আব্দুল বাতেন বাবুর (নেতৃত্বে) সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, সাবেক যুগ্ম সদস্য সচিব মো. আরদেশ আলী রানা, কার্যকরী সদস্য আব্দুল কুদ্দুস, তরিকুল ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপ পুলিশ কমিশনার মো. খোরসেদ আলম আশ্বস্ত করেছেন, “অতি তাড়াতাড়ি লিলি হল মোড়ে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ নিয়োগ করা হবে।”
উপ নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান আকন্দও জানান, “কয়েক দিনের মধ্যে এলাকায় ভিজিট করে স্পিড ব্রেকার বা প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণ করা হবে।”
নেতৃবৃন্দ এবং এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়িত হলে দুর্ঘটনা হ্রাস পাবে এবং যান চলাচল আরও নিরাপদ হবে।