মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ।।।
মাগুরা সদর উপজেলায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ৪০ জন কৃষকের মাঝে গাছের চারা, সার, বীজ, নেটসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
৩রা ডিসেম্বর বুধবার বিকেল চারটায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পারিবারিক পর্যায়ে নিরাপদ সবজি উৎপাদন ও অনাবাদি পতিত জমিকে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে ‘পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত)’ বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর। এর অংশ হিসেবে কৃষক/কৃষাণী জামিলা বেগমের (স্বামী-আমিরুল ইসলাম) বাড়িতে ১.৫ শতাংশ আয়তনের পুষ্টি বাগান প্রদর্শনী স্থাপন করা হয়েছে। বেলনগর গ্রামের এই প্রদর্শনীটি স্থাপন করা হয় ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে। প্রকল্পটির মাঠ পর্যায়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার (এসএএও) তুষার কুমার মজুমদার।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার মোছা. রুমানা রহমান বলেন, পারিবারিক পুষ্টি বাগান শুধু পরিবারের সবজি চাহিদা পূরণই করে না, পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে সাশ্রয়ী হয়ে উঠতেও সহায়তা করে। আমাদের লক্ষ্য প্রতিটি ঘরে নিরাপদ সবজি উৎপাদনের সংস্কৃতি গড়ে তোলা।
তিনি আরও বলেন, অনাবাদি পতিত জমি ও বাড়ির আঙিনায় পুষ্টি বাগান স্থাপন করলে পরিবারের পুষ্টি নিরাপত্তা বৃদ্ধি পায় এবং বাজারের ওপর নির্ভরতা কমে।
স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ পেলে তারা সারা বছরই বিভিন্ন মৌসুমি সবজি উৎপাদন করতে পারবেন।
মাগুরা সদরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও বেশিসংখ্যক কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হবে।