গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি–সাঘাটা আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ফারুক আলম সরকার। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু এবং গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি শামিম আহাম্মেদ পলাশ।
সভায় বক্তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আগামীর রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
পরিচিতি সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।