মহম্মদপুর থানায় নতুন ওসির যোগদান
মাগুরার মহম্মদপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: আশরাফুজ্জামান।
সোমবার (৮ ডিসেম্বর) অপরাহ্নে মহম্মদপুর থানার ওসি (তদন্ত) খায়রুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। তিনি এসেছেন খুলনা রেঞ্জ থেকে,লটারির মাধ্যমে মাগুরার মহম্মদপুর থানায় পোষ্টিং পেয়েছেন তিনি। সর্বশেষ তিনি লালমনিরহাট জেলায় অপরাধ শাখায় কর্মরত ছিলেন।
জানা গেছে,ফরিদপুর জেলায় জন্ম নেওয়া এ পুলিশ কর্মকর্তা ২০০০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ দুই দশকের পেশাগত অভিজ্ঞতায় তিনি বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর ওসি মো: আশরাফুজ্জামান বলেন,মহম্মদপুর-কে মাদক,দাঙ্গাহাঙ্গামা, চাঁদাবাজি মুক্ত ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর কাছে সেই সহায়তাই আমি কামনা করছি।