বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  – magurarkotha.com

বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৬

রাজশাহীর বাগমারায় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩জানুয়ারী  বিকেল সাড়ে চার’টায় উপজেলার আউচপাড়া ইউনিয়নের সারন্দী উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

 

বাগমারা উপজেলা আউচপাড়া ইউনিয়ন বিএনপি ও ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাগমারা উপজেলা কৃষকদলের আহবায়ক আঃ জলিল প্রাং এর সভাপতিত্বে দোয়া মাহফিলে

প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া।

বক্তব্য রাখেন রাজশাহী জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সামচ্ছদ্দীন কারিগর,সাধারণ সম্পাদক মাস্টার সৈয়ব আলী,শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার,নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক,বাগমারা মৎস্যজীবি দলের আহবায়ক কছিমুদ্দিন জোয়াদদার, উপজেলা মহিলা দলের সভাপতি নেহার বানু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ দোয়া পরিচালনা করেন অধ্যাপক শরিফুল ইসলাম।

error: Content is protected !!