আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার, বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দিতে ধানের শীষের প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রচার-প্রচারণায় ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বকুল সরদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খোকন, সাধারণ সম্পাদক মো. আকরাম আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মামুন, সাংগঠনিক সম্পাদক মো. ইয়ারমিন আলি, সাবেক গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হিটলার, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা আবু ইউসুফ সেলিম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূর বক্স ফুটু, গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, গোয়ালকান্দি ছাত্রদলের সভাপতি শাহিন আলম, বাগমারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকুল, গোয়ালকান্দি যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মো. মিজানুর রহমান, এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের সহযোগী অঙ্গ সংগঠন ও সাধারণ জনগণ। গণসংযোগে ধানের শীষের ভোট চেয়ে গোয়ালকান্দি বাজারের সকল দোকানদার এবং জনসাধারণের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ শেষে গোয়ালকান্দি মাঠে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ধানের শীষের ভোট চেয়ে এবং তারেক জিয়ার আস্থাভাজন ডি.এম. জিয়াউর রহমান জিয়া ভাইকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানানো হয়। এছাড়াও, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপিকে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব পদক্ষেপ গ্রহণ করা হয়।
সভার শেষে, মরহুম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে নির্বাচনী সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
শিরোনাম :
বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দিতে ধানের শীষের প্রচারণা শুরু
-
Reporter Name - Update Time : ০৬:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- ২২ Time View
Tag :
Popular Post













