
নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক দলীয় নিবন্ধন প্রক্রিয়া অযৌক্তিকভাবে বিলম্বিত ও বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’। কমিশনের এই আচরণকে রাজনৈতিক অধিকার খর্ব করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে রাজনৈতিক দলটি।
এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এবং নির্বাচন কমিশনের ‘স্বেচ্ছাচারী’ সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি। সকাল ১১টায় রাজধানীর পুরনো পল্টনস্থ ফায়েনাজ টাওয়ারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আমজনগণ পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম এবং মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ। এছাড়া দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে ইসির বিতর্কিত ভূমিকার বিস্তারিত তুলে ধরবেন।
দলটির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নিবন্ধন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণ করছে। এটি আমাদের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ।”
সোলায়মান সুমন (ঢাকা প্রতিনিধি ) 















