
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনেও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে তিনি বাঘা পৌরসভার বিভিন্ন এলাকায় নিবিড় গণসংযোগ ও পথসভা ও উঠান বৈঠক করেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই প্রার্থী। আজ প্রচারণার ষষ্ঠ দিনে তিনি বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। এরপর তিনি ছাতারী, চক-ছাতারী, সড়কঘাট ও পাকুড়িয়া এলাকায় স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া ও ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় অধ্যক্ষ নাজমুল হক বলেন, জনগণের হারানো অধিকার প্রতিষ্ঠা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। প্রচারণার মাত্র কয়েক দিনেই সাধারণ মানুষের যে অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, তাতে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় সুনিশ্চিত।
গণসংযোগকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন: মো আব্দুল্লাহ আল মামুন সভাপতি বাঘা উপজেলা জামায়াতে ইসলামী,
আব্দুল জব্বার, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাঘা উপজেলা।
মাওলানা মো. জিন্নাত আলী, সহকারী শিক্ষক, বাঘা ইসলামী একাডেমি।
সবুজ মাহমুদ, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা পূর্ব ও সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাঘা উপজেলা।
এছাড়াও মো. দেলোয়ার হোসেন, মো. সাবদার হোসেনসহ স্থানীয় জামায়াত-শিবিরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
দিনের কর্মসূচি শেষে অধ্যক্ষ নাজমুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ’ অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে তিনি এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তার পরিকল্পনাগুলো তুলে ধরেন।
Reporter Name 

















