Dhaka ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-২ আসনকে শান্তির নীড় হিসেবে গড়তে চাই: আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করে একটি ‘শান্তির নীড়’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান।

আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
গণতন্ত্র ও উন্নয়নের প্রতিশ্রুতি
গণসংযোগকালে পথসভায় আমান উল্লাহ আমান বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি এই এলাকা থেকে ইতিপূর্বে ৪ বার নির্বাচিত হয়েছি। এবার ৫ম বারের মতো আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। অতীতে রাস্তাঘাট, ব্রিজ ও বিদ্যুৎসহ এলাকার যে ব্যাপক উন্নয়ন করেছি, তার ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, এবার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ঢাকা-২ আসনকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, দারিদ্র্যমুক্ত এবং ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করে একটি শান্তির নীড় হিসেবে উপহার দেব।”
বিগত দিনের সংগ্রাম ও ভোটাধিকার
আন্দোলন ও ত্যাগের কথা স্মরণ করে আমান উল্লাহ আমান বলেন, বিগত ১৭ বছরের রাজনৈতিক জীবনে আমাকে ১১ বছর জেল খাটতে হয়েছে। কিন্তু আমরা দমে যাইনি। তারেক রহমানের যোগ্য নেতৃত্বে রাজপথের আন্দোলনের মাধ্যমেই আজ জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

আগামী ১২ তারিখের নির্বাচন প্রসঙ্গে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ওইদিন ফজরের নামাজ পড়ে এবং সকালের নাস্তা সেরে দ্রুত ভোটকেন্দ্রে গিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন। শুধু ভোট দিলেই হবে না, ভোট প্রদান শেষে কেন্দ্র পাহারা দেবেন এবং ফলাফল নিয়ে তবেই বাড়ি ফিরবেন।
গণসংযোগে নেতাকর্মীদের ঢল
বাস্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

রাজশাহী-৬ আসনে জামায়াত প্রার্থী নাজমুল হকের গণসংযোগ

error: Content is protected !!

ঢাকা-২ আসনকে শান্তির নীড় হিসেবে গড়তে চাই: আমান উল্লাহ আমান

Update Time : ০৭:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ঢাকা-২ আসনকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করে একটি ‘শান্তির নীড়’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান।

আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
গণতন্ত্র ও উন্নয়নের প্রতিশ্রুতি
গণসংযোগকালে পথসভায় আমান উল্লাহ আমান বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি এই এলাকা থেকে ইতিপূর্বে ৪ বার নির্বাচিত হয়েছি। এবার ৫ম বারের মতো আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। অতীতে রাস্তাঘাট, ব্রিজ ও বিদ্যুৎসহ এলাকার যে ব্যাপক উন্নয়ন করেছি, তার ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, এবার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ঢাকা-২ আসনকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, দারিদ্র্যমুক্ত এবং ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করে একটি শান্তির নীড় হিসেবে উপহার দেব।”
বিগত দিনের সংগ্রাম ও ভোটাধিকার
আন্দোলন ও ত্যাগের কথা স্মরণ করে আমান উল্লাহ আমান বলেন, বিগত ১৭ বছরের রাজনৈতিক জীবনে আমাকে ১১ বছর জেল খাটতে হয়েছে। কিন্তু আমরা দমে যাইনি। তারেক রহমানের যোগ্য নেতৃত্বে রাজপথের আন্দোলনের মাধ্যমেই আজ জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

আগামী ১২ তারিখের নির্বাচন প্রসঙ্গে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ওইদিন ফজরের নামাজ পড়ে এবং সকালের নাস্তা সেরে দ্রুত ভোটকেন্দ্রে গিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন। শুধু ভোট দিলেই হবে না, ভোট প্রদান শেষে কেন্দ্র পাহারা দেবেন এবং ফলাফল নিয়ে তবেই বাড়ি ফিরবেন।
গণসংযোগে নেতাকর্মীদের ঢল
বাস্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।