কেশবপুরে বাজার করে বাড়ি ফেরা হলো না কৃষকের – magurarkotha.com

কেশবপুরে বাজার করে বাড়ি ফেরা হলো না কৃষকের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৫, ২০২১

কেশবপুরে বাজার করে বাড়ি ফেরা হলো না আবু বকর গাজী নামে এক কৃষকের। কেশবপুর-কলাগাছি সড়কের বেতিখোলা মোড়ে রোববার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ওই কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বেতিখোলা গ্রামে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি থেকে রোববার সন্ধ্যায় কৃষক আবু বকর গাজী (৬৭) স্থানীয় বেতিখোলা বাজারে আসেন তরিতরকারি কেনার জন্য। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় রাতে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন।নিহতের ছেলে আসাদুজ্জামান মিন্টু বলেন, আহত অবস্থায় বাবাকে কেশবপুর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় খুলনায় নেওয়ার পথে মারা যান।

error: Content is protected !!