শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা হতে হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহীর দুটি জলাভূমিকে দেশের প্রথম ‘জলাভূমি–নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা আরএমপি ডিবি অফিস পরিদর্শন করলেন পুলিশ কমিশনার; সততা ও পেশাদারিত্বের নির্দেশনা প্রদান আট দফা দাবীতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজন নওগাঁর পোরশায় পুকুরের পানি সেচকে কেন্দ্র আফজাল হত্যার ঘটনার হাবিবুর’কে র‌্যাবের হাতে আটক  ক্ষমতার দাপটে অফিস করছেন সাসপেন্ড প্রকৌশলী রাজশাহী মহানগরীর রাজপাড়ায় হত্যার উদ্দেশ্যে অপহরণ করতঃ মুক্তিপণ দাবীর তদন্তে সন্দিগ্ধ অন্যতম প্রধান অপহরণকারী সজিব‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহীতে ১১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী মোসাঃ শারমিন’কে গ্রেফতার করে র‌্যাব-৫ রাজশাহীতে তিন যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা: প্রত্যাহারের দাবিতে চন্দ্রিমা থানা ঘেরাও মোহনপুর এসএসসি পরীক্ষাকেন্দ্রে চলছে কোচিং বানিজ্য পুঠিয়ায় প্রতিবন্ধী আপন বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে ছোট ভাইয়ের পরকীয়া  ছাত্রীকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী প্রধান শিক্ষক মোঃ আকরাম মন্ডল (৫৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) কমিটি গঠন তানোরে পুরোহিতের বাড়িতে ডাকাতি চেষ্টা, দায়ের কোপে ১০ বছরের শিশুসহ আহত দুই মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ যথাযোগ্য মর্যাদায় ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে র‍্যালী ও আলোচনা সভা মাগুরা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহী এলজিইডির কার্যালয়ে দুদকের অভিযান গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ,স্ত্রী আটক, স্বামী পলাতক
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

দেশের গানে মুখর থাকবে গোটা মাস

বিনোদন ডেক্স / ৫৯৭ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৬:১৮ অপরাহ্ন

বছর ঘুরে আবার এলো বিজয়ের মাস ডিসেম্বর। স্বাধীনতাকামী বাঙালির হৃদয়ে মাসটি মহা আনন্দের, মহা গৌরবের, অপার্থিব সৌরভের, একই সঙ্গে শোকেরও। প্রতিবছর এই মাসটি ঘিরে মুখর হয়ে ওঠে সংগীতাঙ্গন। স্টেজ শো, রেডিও-টিভি অনুষ্ঠান ছাড়াও শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েন অডিও-ভিডিওর গান নিয়ে। নতুন সুরে তৈরি হয় অনেক নতুন গান। মহান বিজয় দিবসকে সামনে রেখে তৈরি হয়েছে বিশেষ এক দেশের গান ‘লাল সবুজের ফেরিওয়ালা’। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সংগীতায়োজনে শোভন রায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন ১০ জন শিল্পী। তারা হলেন- লুৎফর হাসান, বাঁধন সরকার পূজা, বেলাল খান, তাসনিম আনিকা, অবন্তী সিঁথি, মাহতিম শাকিব, মাহদি সুলতান, তাসমি, ঈষিকা ও শোভন রায়। ডিসেম্বরের প্রথম দিন আজক ‘স্টুডিও প্রোটিউন বিডি’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। দ্বিতীয়বারের মতো বিজয়ের সুরে নতুন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইন চালু করেছে রবি। এবার বিজয় দিবস উদযাপনে কয়েকজন কিংবদন্তী এবং বর্তমানের সংগীতশিল্পীদের নিয়ে জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’-এর নতুন সংস্করণ করা হয়েছে। গোবিন্দ হালদার রচিত এবং সমর দাসের সুরে গাওয়া এই গানটির নতুন সংস্করণ নির্বাচিত সংগীতানুরাগীদের পাশাপাশি পরিবেশন করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ডালিয়া নওশিন, আর্ক ব্যান্ডের হাসান, নেমেসিসের জোহাদ, শিরোনামহীনের তানজির তুহিন, চিরকুটের শারমিন সুলতানা সুমি এবং সাবরিনা পড়শী। এবারও গানটির নতুন সংস্করণ তৈরি করেছে মিউজিক কম্পোজার এবং চিরকুট ব্যান্ডের সদস্য পাভেল আরিন। এবারের বিজয় মাসের জন্য নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা রাজিব। প্রথম কণ্ঠ দেন ‘আমার প্রিয় দেশ’ শিরোনামের গানে। এটির কথা ও সুর করেছেন মাহবুবুল এ খালিদ ও সংগীতায়োজন করেছেন রোমান রহমান। এরপর কণ্ঠ দেন ‘ও আমার বাংলাদেশ’ শিরোনামে আরেকটি দেশাত্মবোধক গানে। এটির কথা ও সুর করেছেন সৈয়দ মইনুল হাসান। সংগীতায়োজন করেন সুজন আরিফ। রাজিবের সঙ্গে এই গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন ঝিলিক, সুজন আরিফ ও সিঁথি সাহা। এ ছাড়া সম্প্রতি রাজিব কণ্ঠশিল্পী অনুপমা মুক্তির সঙ্গে একটি দেশের গানে দিয়েছেন। গানটি হচ্ছে ‘জয় জয় জয়-ভয়কে করেছি জয়’। গানটি লিখেছেন মেফতাউল করিম, সুরও করেছেন তিনি। সংগীতায়োজন করেছেন শান। অনুপমা মুক্তি ও রাজিবের সঙ্গে আরও দুইজন এই গানে কণ্ঠ দিয়েছেন। তারা হচ্ছেন- দিনাত জাহান মুন্নী ও শান। চলতি মাসেই গানটি প্রকাশ হবে। এর বাইরে রাজিব স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২ ডিসেম্বর অল কমিউনিটি ক্লাব এবং ৩ ডিসেম্বর নরসিংদীতে স্টেজ শো’তে সংগীত পরিবেশন করবেন। ১৬ ডিসেম্বরসহ চলতি মাসে অনেকগুলো স্টেজ শো আছে বলে জানান রাজিব। ৫০টি নতুন মৌলিক গান তৈরি করেছেন তরুণ সংগীতশিল্পী মুনতাসির তুষার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গানগুলো তৈরি হলেও বিজয়ের মাস ডিসেম্বর থেকে প্রকাশ পাবে। এ মাসে প্রকাশ হবে ১০টি গান। প্রতি মাসে ১০টি করে মৌলিক গানের ভিডিও দেখতে পাবেন সংগীত-পিপাসুরা। প্রযোজনা প্রতিষ্ঠান ‘অক্ষর রেকর্ডসে’র আয়োজনে বিভিন্ন গীতিকারের লেখা গানগুলোতে সুর-সংগীত করেছেন মুনতাসির তুষার নিজেই। ভিন্নধর্মী গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মেহরীন, বাদশা বুলবুল, প্রিয়াঙ্কা গোপ, পারভেজ সাজ্জাদ, ঐশীসহ আরও অনেকে। ব্যান্ড দলগুলোর সম্মিলিত সংগঠন ‘বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন’ (বামবা) উদ্যোগেই দেশের ৫০টি ব্যান্ড একত্র হয়ে একটি গান করেছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই গানটির পরিকল্পনা করা হয়েছে। সেখানে অংশ নিয়েছেন ৫০টি ব্যান্ডের সদস্যরা। নগর বাউল জেমস ও প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চু ছাড়াও ব্যান্ড মিউজিকের প্রায় সব তারকা অংশ নিয়েছেন এই গানে। এর মধ্যে আছেন- মাকসুদ, সাইদ হাসান টিপু, নাসিম আলী, নকীব খান, বাপ্পা মজুমদার, হাসান, হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, মানাম আহমেদ, লাবু রহমান, লিংকন, শেখ মনিরুল আলম টিপু, বেজবাবা সুমন, রাফা প্রমুখ। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বরের আগেই বিশেষ গানটি প্রকাশিত হবে। পাকিস্তানি গায়ক শাফকাত আমানত আলী। মঞ্চের সামনে দর্শক আসনে বসে তার গানে কণ্ঠ মেলাচ্ছিলেন বাংলাদেশি সংগীতশিল্পী সিঁথি সাহা। চলতি বছরের ফেব্রম্নয়ারি মাসে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। সম্প্রতি গানটির ভিডিও টিজার প্রকাশিত হয়। আজ ১ ডিসেম্বর একযোগে সিঁথি সাহার ইউটিউব চ্যানেল, ফেসবুক ও মাছরাঙা টেলিভিশন ইউটিউব চ্যানেল এবং শাফকাত আমানতের ফেসবুক, ইনস্টাগ্রামে প্রকাশিত হবে গানের পুরো ভিডিও। এ ছাড়া বিজয় দিবসের বেশ কিছু অনুষ্ঠান করবেন সিঁথি সাহা। বিজয় দিবস উপলক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২৬টি গানের নতুন করে সংগীতায়োজন করছেন বাপ্পা মজুমদার। গানগুলো শোনা যাবে ১০০ শিল্পীর কণ্ঠে। আগামী ১৬ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের সামনে এক ঘণ্টার বিশেষ একটি লাইভ পারফরম্যান্স হবে, সেখানে এই গানগুলো পরিবেশিত হবে বলে বাপ্পা মজুমদার জানান। এ নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘কালজয়ী গানের নতুন সংগীতায়োজন এবং তা ১০০ শিল্পীকে দিয়ে গাওয়ানো চ্যালেঞ্জিং একটি কাজ। এরপরও চ্যালেঞ্জ নিয়েই কাজ করছি। আশা করছি, আমাদের এই প্রয়াস সার্থক হবে।’


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!