কেশবপুরের চুয়াডাঙ্গা গ্রামের কৃষক শহিদুল ইসলাম মাছ বিক্রির সাড়ে ৮ হাজার টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। গত ১০ দিন আগে চুকনগরে মাছ বিক্রি করে ফেরার পথে হারিয়ে যাওয়া টাকা খুঁজেছেন সম্ভাব্য বিভিন্ন স্থানে। একপ্রকার তিনি টাকা ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন।
এদিকে, ওই হারানো টাকা পাশের ডুমুরিয়া উপজেলার চুকনগরের লিটন গাজী নামে এক যুবক পেয়ে টাকার প্রকৃত মালিককে খুঁজতে ফেসবুকে পোস্ট দেওয়াসহ পরিচিতদের জানিয়েছিলেন। ঘটনাটি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে মঙ্গলবার সন্ধ্যায় উপযুক্ত প্রমাণ নিয়ে কৃষক শহিদুল ইসলাম হাজির হন লিটন গাজীর কাছে। এ সময় প্রমাণাদি যাচাই-বাছাই করে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতে তার হাতে হারিয়ে ফেলা সাড়ে ৮ হাজার টাকা তুলে দেওয়া হয়।টাকা কুড়িয়ে পাওয়া লিটন গাজী জানান, গত ২৭ নভেম্বর ডুমুরিয়া উপজেলার চুকনগর হতে নরনিয়া যাওয়ার পথিমধ্যে রাস্তায় সাড়ে ৮ হাজার টাকা ফেলানো অবস্থায় পেয়েছিলাম। মঙ্গলবার সন্ধ্যায় টাকাগুলো প্রকৃত মালিকের হাতে ফেরত দিতে পারায় মনটা খুবই খুশি।টাকা ফিরে পেয়ে কৃষক শহিদুল ইসলাম আবেগ আপ্লুত হয়ে জানান, দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে। আমার কষ্টের টাকা ফিরে পেয়ে অনেক ভালো লাগছে।