ঝিকরগাছায় বাড়ি যাওয়া আসার পথ বন্ধ করায় ৪জনের নামে থানায় অভিযোগ – magurarkotha.com

ঝিকরগাছায় বাড়ি যাওয়া আসার পথ বন্ধ করায় ৪জনের নামে থানায় অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১১, ২০২১

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর দাশপাড়া গ্রামে বাড়ি যাওয়া আসার পথ বন্ধ করায় ৪জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন শ্রীমতি তাপসী রানী দাশ (৪০)। অভিযোগে অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত কিনা দাশের ছেলে গৌর পদ দাশ (৫০), মৃত কালিপদ দাশের ছেলে অশোক দাশ (৫৫), গৌর দাশের ছেলে তপন কুমার দাশ(৩৮), কিনা দাশের ছেলে প্রেম কুমর দাশ(৪০)সহ অজ্ঞাত ৩/৪জন।
বাদি তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, পৌত্রিক সম্পত্তির উপত্তর অদীকারী সূত্রে জন্মলগ্ন হতে ১৬শতক জমির উপর বাস্তভিটাতে বসবাস করছেন। দীর্ঘদিন যাবৎ বাড়ি হতে চলাচলের জন্য নির্ধারিত রাস্তায় যাওয়া আসা করার পরেও গত ০৯ ডিসেম্বর অনুমান সকাল ১০টার সময় বিবাদিরা পরিকল্পিত ভাবে বাদির বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেয় ও মারমুখি আচারণ করেও ক্ষ্যান্ত হয়নি। বর্তমানে বাদি ও বাদির পরিবারের সদস্যদেও উপর খুন জখমের হুমকি দিচ্ছে। বর্তমানে বাদি মানবতার সাথে জীবনযাপন করছে।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, জমিজমা সংক্রান্ত ঝমেলার বিষয়ে উভয় পক্ষকে বিজ্ঞ আদালতে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আর স্থানীয় ভাবে যদি কেউ সমস্যা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!