নেত্রকোনা লেডিস ক্লাব ও মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার সদর উপজেলার ঢুলিগাতী গুচ্ছগ্রাম এবং ‘ক’ শ্রেনীর আশ্রয়ন প্রকল্পের দুঃস্থ অসহায় মহিলাদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরন উদ্ধোধন করেন নেত্রকোনা লেডিস ক্লাব ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ কাজি সুমান্না আখতার।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সহধর্মীনি স্থানীয় সরকার বিভাগ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটি, জেলা মহিলা পরিষদের নারীনেত্রী মঞ্জু সরকার, ফাহমিনা সুলতানা তোতা, জেলা লেডিস ক্লাব ও মহিলা ক্রীড়া সংস্থার নারী নেত্রীবৃন্দ।