রাউজানের পুকুরে পাওয়া গেল সাকার মাউথ ক্যাটফিশ – magurarkotha.com

রাউজানের পুকুরে পাওয়া গেল সাকার মাউথ ক্যাটফিশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০২১

রাউজান উপজেলার মুহাম্মদপুর গ্রামের শাহাজাহান চৌধুরীর পুকুরে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। গতকাল শুক্রবার (২৪-ডিসেম্বর) শুক্রবার বিকালে ধরা পড়া মাছটি ব্যাপারে মৎস্য বিশেষজ্ঞদের মতে এটি সাকার মাউথ ক্যাটফিশ।

 

বৈজ্ঞানিক নাম হিপোসটোমাস প্লেকোসটোমাস। ইদানিং মাছটি বিভিন্ন খালে বিলে ধরা পড়ছে বলে খবর পাওয়া যায়। এটি দ্রæত বংশ বিস্তার করতে পারে।

 

এই মাছ বিষাক্ত প্রকৃতির। সচরাচর এই প্রজাতির মাছ পুকুরে দেখা যায় না। সাধারণত সৌখিন ব্যক্তিরা এই ধরণের মাছ অ্যাকুরিয়াম রেখে থাকেন। প্রায় ১ কেজি ওজনের এই মাছটি আবারও পুকুরে ছেড়ে দেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

error: Content is protected !!