কেশবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা, পৌর ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান। এর আগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর ম্যুরালে নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করেন।