কেশবপুরে পিকআপ ড্রাইভার একতা সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত – magurarkotha.com

কেশবপুরে পিকআপ ড্রাইভার একতা সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২২

কেশবপুরে উৎসবমুখর পরিবেশে পিক-আপের ড্রাইভার একতা সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন-২২৭ এর অন্তভূক্ত শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ৮৪ জন ভোটারের মধ্যে ৭৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১টি পদে নির্বাচনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অহিদুরজ্জামান (উটপাখি) প্রতীকে ৩৭ ভোট পেয়ে সভাপতি, ফারুক হোসেন বাবুল (পানির বোতল) প্রতিকে ৪৬ ভোট পেয়ে সহ-সভাপতি-১ ও আলমগীর হোসেন (ডাব) প্রতীকে ৪৪ ভোট পেয়ে সহ- সভাপতি-২, সিদ্দিকুর রহমান মিজান (হরিণ) প্রতিকে ৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও শামীম রেজা (মটরসাইকেল) প্রতিক নিয়ে ৪৩ ভোট পেয়ে সহ- সাধারণ সম্পাদক, আবুল বাশার (মোরগ) প্রতিকে ৪৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফারুক হোসেন যুগ্ন-সম্পাদক, জাহিদ হাসান প্রচার সম্পাদক ও শাহীন আলম কোষাধাক্ষ্য পদে নির্বাচিত হন। নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলার পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। নির্বাচনী ফলাফল ঘোষণা করেন যশোর জেলার পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু।

error: Content is protected !!