রাজশাহীর-৩ আসনের এমপি করোনায় আক্রান্ত – magurarkotha.com

রাজশাহীর-৩ আসনের এমপি করোনায় আক্রান্ত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২২

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের করোনা পজেটিভ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এমপির একান্ত সচিব মো. মিজানুর রহমান মিজান।তিনি জানান, শনিবার সংসদ ভবনের মেডিকেলে করোনা পরিক্ষা করলে রিপোর্ট পজেটিভ আসে। তিনি এমপি মো. আয়েন উদ্দিনের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।বৈশ্বিক মহামারী করোনা (কোভিড-১৯) সংক্রমণের শুরু থেকেই জননেত্রী দেশরতœ শেখ হাসিনা’র নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে পবা-মোহনপুর বাসির জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এমপি মো. আয়েন উদ্দিন। সংকটকালীন সময়ে সর্বদা মানুষের পাশে খাদ্য ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী নিয়ে দাঁড়ান।এমপি মো. আয়েন উদ্দিন পবা-মোহনপুরে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। রোগমুক্তি কামনা করেছেন, মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম, সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, মো.আজাহারুল ইসলাম বাবলু, মো.বাবলু হোসেন, মো.আল আমিন বিশ্বাস, মো.আব্দুল মান্নান ও মো. হযরত আলী।

error: Content is protected !!