সারা বাংলা এস.এস.সি ৯১ ব্যাচের পক্ষ থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরন – magurarkotha.com

সারা বাংলা এস.এস.সি ৯১ ব্যাচের পক্ষ থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২২, ২০২২

সারা বাংলা এস.এস.সি   ৯১ ব্যাচ সেচ্ছাসেবী প্যানেলের  পক্ষ থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয় মাগুরা জেলার মহম্মদপুর থানার উরুড়া গ্রামে দুস্ত, অসহায়, গৃহহীন মানুষদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরন করা হয়।  এসময় উপস্থিত ছিলেন সালমা জেবুন্নেসা (গ্রুপ ক্রিয়েটর এডমিন) সারা বাংলা ৯১ এবং মাগুরার ৯১ ব্যাচের সদস্যবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন ইন্জিঃজীয়উল হক শরীফ, সাবেক মেম্বর লিয়াকত আলী মোল্য,রাজীবুল ইসলাম (সহ-সভাপতি মাগুরা জেলা ছাত্রলীগ),মোঃজাহাঙ্গীর আলম (জেলা প্রতিনিধি দৈনিক মাগুরার কথা) এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি
 এসময় সারা বাংলা এস.এস.সি ৯১ ব্যাচের সকল সদস্যদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়
error: Content is protected !!