কেশবপুরে করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করে প্রশাসনের খাদ্য সহায়তা প্রদান – magurarkotha.com

কেশবপুরে করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করে প্রশাসনের খাদ্য সহায়তা প্রদান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২২

কেশবপুরে গত ৮ দিনে চিকিৎসক ও শিশুসহ ১৩ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শনিবার একজন করোনা আক্রান্ত রয়েছেন। করোনা আক্রান্ত এসব ব্যক্তিদের বাড়ি লাল ফিতা টাঙিয়ে লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। লকডাউন করার পাশাপাশি তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি এ উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ কয়দিনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে এবং হাসপাতালে ৩৬ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছেন। এদিকে উপজেলা প্রশাসন করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল ও লবণ পৌঁছে দিচ্ছেন।এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে দেওয়ার পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে। এ উপজেলার সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। যারা সরকারি নির্দেশনা অমান্য করছে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে হচ্ছে।

error: Content is protected !!