কেশবপুর থানা ও পৌর বিএনপির কমিটি গঠন – magurarkotha.com

কেশবপুর থানা ও পৌর বিএনপির কমিটি গঠন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

কেশবপুর থানা ও পৌর বিএনপির পৃথক ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সোমবার সন্ধ্যায় এই দুটি কমিটির অনুমোদন দেন।
কেশবপুর থানা বিএনপিতে মশিয়ার রহমানকে আহবায়ক, প্রভাষক আব্দুর রাজ্জাক, আলাউদ্দিন, মাসুদুজ্জামান, খলিলুর রহমান, মকবুল হোসেন মুকুল, রেজাউল ইসলাম, হুমায়ুন কবির সুমন ও গোলাম মোস্তফাকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।এছাড়া পৌর বিএনপিতে আব্দুস সামাদ বিশ্বাসকে আহবায়ক, শেখ শহিদুল ইসলাম, আব্দুল হালিম মোড়ল, আফজাল হোসেন, নুরুজ্জামান, কুতুবুদ্দিন, আলমগীর কবীর, আব্দুল হালিম অটল ও জাকির হোসেনকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

error: Content is protected !!