কেশবপুরে মাস্ক না পরায় ১১ ব্যক্তিকে জরিমানা – magurarkotha.com

কেশবপুরে মাস্ক না পরায় ১১ ব্যক্তিকে জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

কেশবপুরে মুখে মাস্কবিহীন ঘোরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত ১১ ব্যক্তিকে ৪ হাজার জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি ভঙ্গ করাসহ মাস্ক না পরে শহরে ঘোরাফেরা করার সময় উপজেলার ভোগতি গ্রামের ইবাদুল, হাসানপুরের জাকির হোসেন, ব্যাসডাঙ্গার জিয়াউর রহমান, রামচন্দ্রপুরের শুভ্র সেন, ভান্ডারখোলার বিল্লাল হোসেন, আব্দুল জলিল, আলতাপোলের আব্দুল মজিদ, আটঘরার আব্দুল ওহাব, তুহিন আহমেদ ও গোবিন্দপুরের আব্দুল্লাহকে ২শ টাকা করে এবং খতিয়াখালী গ্রামের তাপস রায়কে ২ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

error: Content is protected !!