সফল সংগঠক হিসেবে সাংবাদিক শামীম আখতার কে আরজেএফ কতৃক বর্ষসেরা সম্মাননা প্রদান করায় ন্যাশনাল প্রেস সোসাইটি’র সংবর্ধনা প্রদান – magurarkotha.com

সফল সংগঠক হিসেবে সাংবাদিক শামীম আখতার কে আরজেএফ কতৃক বর্ষসেরা সম্মাননা প্রদান করায় ন্যাশনাল প্রেস সোসাইটি’র সংবর্ধনা প্রদান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৫, ২০২২

সফল সংগঠক হিসেবে অবদান রাখায় ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম আখতার মুকুলকে রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) কতৃক বর্ষসেরা সম্মাননা প্রদান করায় ন্যাশনাল প্রেস সোসাইটি’র পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখা কমিটির আয়োজনে ৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে সংগঠনের কার্যালয়ে  ওই সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল সভাপতিত্ব করেন। ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব আল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম ডাবলু, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না, সহ প্রচার সম্পাদক আব্দুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, কায্যনির্বাহী সদস্য জাহিদ হাসান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল ন্যাশনাল প্রেস সোসাইটি’র সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল অধিকারী, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রায়হান, সহ-দপ্তর সম্পাদক রবিন দাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তুষার কান্তি সাহা, কায্যনির্বাহী সদস্য তহমিনা খাতুন, শাহানাজ পারভীন, মিলন হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারী (শুক্রবার) বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশ্ব তথ্য সুরক্ষা দিবস উপলক্ষে রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর পক্ষ থেকে সফল সংগঠক হিসেবে অবদান রাখায় ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আজকের কালের চিত্র প্রত্রিকার খুলনা বিভাগীয় প্রধান সাংবাদিক শামীম আখতার মুকুলকে বর্ষসেরা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

error: Content is protected !!