শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ভবানীগঞ্জে চালু হলো ইসলামিয়া চক্ষু হাসপাতাল চ্যালেঞ্জ জয় করে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের সফল কর্মীসভা সম্পন্ন রাজশাহীতে মৃত বৃদ্ধার পরিচয় সনাক্ত করলেন পিবিআই ফরিদপুরের ইতিহাস এবং ঐতিহ্য মোহনপুরে বিদায়ী ইউএনও আয়শা সিদ্দিকাকে সংবর্ধনা বিসিএস ক্যাডার হওয়া এক গর্বিত স্বপ্নের নাম,শাকিল খান রাজশাহীতে প্রাণের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত স্কুল ছাত্রছাত্রী  ৪ বছরে অর্জনের গৌরব, ৫ম বর্ষে নতুন স্বপ্ন নিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মাগুরা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা: মো: শামীম কবিরের ২ বছর পূর্ণ করায় শুভেচ্ছা জানানো হয় মাগুরায় উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও জনসম্পৃক্ত কার্যক্রমে অংশগ্রহণ মাগুরায় দাসনা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত ক্যাব বাংলাদেশ রাজশাহী গণমাধ্যমের সাথে আলোচনা সভা রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, দোষীদের গ্রেফতারের দাবি ‎রাজশাহীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোভ্যান চালক নিহত দুর্নীতি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা- অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে স্কুলে অভিভাবকদের বিক্ষোভ রাজশাহীতে রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করেছে শ্রমিকেরা বগুড়ায় হাতুড়ি দিয়ে পেট্রোলপাম্প কর্মকর্তাকে হত্যার মূল অভিযুক্ত আটক রাজশাহীর পবায় সারাদেশের ন্যায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাকসু নির্বাচনে অংশ নিতে ২৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

কেশবপুরে বেঁচে থেকেও ‘মৃত’ নুরজাহান: বঞ্চিত হলেন ভাতা

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩০০ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২, ৮:১৯ অপরাহ্ন

 

কেশবপুরে নুরজাহান খাতুন (৭১) নামে এক জীবিত বৃদ্ধাকে মৃত দেখানোয় হচ্ছেন ভাতা বঞ্চিত। ভাতার টাকার বার্তা মোবাইলে এলেও ওই বৃদ্ধা সেটি উত্তোলন করতে পারেননি। এতে চরম বিপাকে পড়েছেন তিনি। উপজেলা সমাজসেবা অফিসের ভুলেই তার নাম মৃতের তালিকায় গেছে এমনটি অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
\হনুরজাহান খাতুন উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঝিকরা গ্রামের মৃত মহসীন সরদারের স্ত্রী।বয়স্ক ভাতা বই ও পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারি মাসে বয়স্ক ভাতায় ভাতাভোগী হিসেবে নুরজাহান খাতুনের নাম অন্তর্ভুক্ত হয়। বই নম্বর- ৬/৬১/ক। প্রতিমাসে পাঁচশ টাকা হারে তিনি ২০১৯ সালের ২৯ ডিসেম্বর প্রথমবার বয়স্ক ভাতার টাকা উত্তোলন করেন। পর্যায়ক্রমে সর্বশেষ ২০২১ সালের ৪ এপ্রিল তিনি ভাতা উত্তোলন করেছেন। এরপরে মোবাইলে ভাতার টাকার বার্তা আসলেও তিনি উত্তোলন করতে দেরি করায় ওই ভাতার টাকা ফেরত চলে গেছে। পরে মোবাইলে আর কোন বার্তা না আসায় পরিবারের পক্ষ থেকে উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করলে জানতে পারেন তাঁর নাম মৃত ব্যক্তির তালিকায় রয়েছে। এ কারণে তিনি দীর্ঘ ৯ মাস তার ভাতার টাকা উত্তোলন করতে পারেননি। এছাড়া গত দুই বারের ভাতার টাকা উত্তোলন না করায় সেটিও তিনি আর ফিরে পাবেন না।নুরজাহান খাতুনের পোতা ছেলে আব্দুল্লাহ আল মামুন বলেন, মোবাইলে দাদির টাকার মেসেজ (বার্তা) না আসায় সমাজসেবা অফিসে যোগাযোগ করা হলে তারা জানান-‘আমার দাদির নাম নাম মৃতের তালিকায় চলে গেছে। জীবিত ব্যক্তির নাম কীভাবে মৃত ব্যক্তির তালিকায় গেল জানতে চাইলে সমাজসেবা অফিসার বলেছেন ‘দ্রম্নত এটি সংশোধন করে দেওয়া হবে।’ তবে আমার দাদি গত দু’বারের ভাতার টাকা আর পাবেন না সমাজসেবা অফিস থেকে জানানো হয়েছে।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশীদ বলেন, ‘আমাদের ডাটাবেজে নুরজাহান খাতুন নামে ওই বৃদ্ধা জীবিত তালিকায় রয়েছে।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশীদ বলেন, ‘আমাদের ডাটাবেজে নুরজাহান খাতুন নামে ওই বৃদ্ধা জীবিত তালিকায় রয়েছে।’ এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন বলেন, ভাতাভোগীরা মারা যাওয়ার কারণে প্রতি ৩ মাস অন্তর রিফ্রেশমেন্ট হয়। সাত থেকে আট মাস আগে রিফ্রেশমেন্ট করার সময় নুরজাহানের জায়গায় অন্য একজনের নাম ঢুকে গেছে। নুরজাহানের নামটি ভুলক্রমে নিষ্‌িক্রয় বা মৃত ব্যক্তির তালিকায় চলে যায়। তার পরিবারের পক্ষ থেকে সম্প্রতি অফিসে বিষয়টি জানালে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নুরজাহান খাতুন গত দুই বারের ভাতার টাকা উত্তোলন না করায় ওই টাকা উত্তোলনের ক্ষেত্রে জটিলতা রয়েছে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!