কেশবপুর পৌরসভার উন্নয়নে নেদারল্যান্ড সরকারের ভাবনা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত – magurarkotha.com

কেশবপুর পৌরসভার উন্নয়নে নেদারল্যান্ড সরকারের ভাবনা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩০, ২০২২

কেশবপুর প্যৌরসভার উন্নয়নে নেদারল্যান্ড সরকারের ভাবনা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে e³e¨ রাখেন,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশরী মোঃ আবুল কালাম আজাদ,নেদারল্যান্ড সরকারের পক্ষে প্রফেসর ক্রীষ্ট,কনসালটেন্ড হামিউল হক চৌধুরী, পৌরবাসির মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আশরঅফ-উজ-জামান খান, তপন কুমার ঘোষ মন্টু,সমাধান পরিচালক রেজাউল হক,প্রাক্তন শিক্ষক বজলুর রহমান খান, সুকুমার সাহা, সৈয়দ আকমল আলী, সাংবাদিক দীলীপ মোদক, সহকারি অধ্যাপক মছিউর রহমান,কাউন্টিসলর মশিয়ার রহমান, খাদিজা খাতুন প্রমুখ।এর আগে প্রতিনিধিদল প্যৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন দর্শণীয় স্থান ও ও সমস্যা চিহ্নিত করার জন্য পরিদর্শন করেন।

error: Content is protected !!